ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় – Akkhor.xyz

ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়

ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়

Tridibkumar Chottopadhay (জন্মঃ ৩০ অক্টোবর, ১৯৫৮) একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি কলকাতার প্রকাশনা সংস্থা ‘পত্র ভারতী’র কর্ণধার এবং কিশোর সাহিত্য পত্রিকা ‘কিশোর ভারতী’র সম্পাদক। তিনি কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি খ্যাতনামা বাঙালি সাহিত্যিক দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের পুত্র ও গণিতজ্ঞ অবনীভূষণ চট্টোপাধ্যায় এর পৌত্র। ত্রিদিবকুমার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় এমএসসি করেন। তাঁর সাহিত্যকর্ম শুরু হয় দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত ‘কিশোর ভারতী’ পত্রিকার মাধ্যমে। তাঁর লেখা প্রথম উপন্যাস ছিল ‘হাত’। তাঁর প্রথম প্রকাশিত বইয়ের নাম ‘ছায়া-মূর্তি’। তিনি কিশোরদের জনপ্রিয় বিজ্ঞানী গোয়েন্দা চরিত্র ‘জগুমামা’র স্রষ্টা, মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাসমূলক সাহিত্যের জন্য পরিচিত। বই লেখার পাশাপাশি প্রচুর সম্পাদনার কাজ করেছেন তিনি।

Showing all 3 results